উখিয়ায় মাদকাসক্ত পিতার হাতে খুন হলেন ৪ বছরের মেয়ে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৫৬, রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে পিতার হাতেই খুন হলেন নিজের ৪ বছরের কন্যা।

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে পিতার হাতেই খুন হলেন নিজের ৪ বছরের কন্যা।

শনিবার (৫ জুলাই) রাত ৯টার টার দিকে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কন্যাশিশুর নাম কানিজ ফাতেমা (৪), পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত মেয়ের পিতা আমান উল্লাহকে (৩২) কে আটক করেছে পুলিশ।

নিহতের মা জোসনা আক্তার দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টার পর তিনি পাশের বাড়িতে কাজে গেলে তাঁর মাদকাসক্ত স্বামী এ ঘটনা ঘটান।

তিনি বলেন,  তাঁর অন্য সন্তানরা পাশের বাড়িতে গিয়ে জানায় তাদের পিতা তাঁদেরকে লোহার রড দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, পরে মা বাড়িতে গিয়ে দেখেন একটি ছাগল আর তাঁর চর বছরের শিশুকন্যার মরদেহ, পরে স্থানীয়দেরকে ডেকে আনতে গেলে এই সুযোগে মরদেহ খালের পানিতে ভাসিয়ে দিয়ে খাটের নিচে এসে শুয়ে থাকে শিশুটির বাবা, পরে সেখান থেকে স্থানীয়রা রক্তের দাগ দেখে খাল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তাঁর স্বামী নিয়মিত মাদক সেবন করতেন, এর আগেও মাদক সেবন করে খুনের ঘটনায় জেল খাটেন, এরপর থেকে তিনি নিজের এবং সন্তানদেরকে নিয়ে ভয়ে থাকতেন, তাই বাড়িতে থাকা দা এবং ছুরি লুকিয়ে রাখতেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দু্র্জয় সরকার প্রতিবেদক-কে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদিকে অভিযুক্ত শিশুর হত্যাকারী পিতা আমান উল্লাহকে আটক করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়