মুক্তি পেল প্লে ব্যাক সংগীত শিল্পী: নুজাত তানজুমের "শূন্যতা"

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:১৯, বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পেল প্লে ব্যাক সংগীত শিল্পী নুজাত তানজুম পূর্ণতার "শূন্যতা" শিরোনামের একটি মর্ডান বিরহের গান মুক্তি পেয়েছে সুপ্তি মিউজিক স্টেশন এর ব্যানারে।  শিল্পী নিজেই গীতিকার,সুরকার এবং মডেল হিসেবে মূল ভূমিকায় অভিনয় করেছেন। সংগীত পরিচালনা করেছেন অর্ণব। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

পেল প্লে ব্যাক সংগীত শিল্পী নুজাত তানজুম পূর্ণতার "শূন্যতা" শিরোনামের একটি মর্ডান বিরহের গান মুক্তি পেয়েছে সুপ্তি মিউজিক স্টেশন এর ব্যানারে।  শিল্পী নিজেই গীতিকার,সুরকার এবং মডেল হিসেবে মূল ভূমিকায় অভিনয় করেছেন। সংগীত পরিচালনা করেছেন অর্ণব। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

গানটির প্রসঙ্গে তরুণ সংগীত শিল্পী পূর্ণতা বলেন, ছোটবেলা থেকেই বিভিন্ন চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে কাজ করেছি সেই সাথে পরবর্তীতে সিনেমায়ও কাজ করেছি। প্রেম ভালবাসা বিরহ এটি মানুষের জীবনের একটি অংশ। এটি আমার প্রথম বিরহের গান। গানটির সুরে আমি ইউরোপিয়ান মিউজিকের ফ্লেভার রেখেছি। আশা করছি এই গানটি দর্শকের মনের জায়গা করে নেবে।

তিনি আরও বলেন,আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুপ্তি মিউজিক স্টেশনের সি.ই.ও ডা. মোঃ সরোয়ার জাহানকে যিনি এত সুন্দর একটি গান দর্শকে উপহার দিয়েছেন। এছাড়াও গানটির মিউজিক ভিডিওর পরিচালনা প্রসঙ্গে মোঃ শফিকুল ইসলাম বলেন গানের কথা ও সুর অনেক সুন্দর শিল্পী গানটি চমৎকারভাবে গাওয়ার পাশাপাশি সাবলীলভাবে অভিনয় করেছেন। আশা করছি গানটি দর্শক প্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়