রূপগঞ্জে পূজামণ্ডপে এনসিপি নেতাদের পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্বেচ্ছাসেবক সরবরাহের আশ্বাস

হাবিবুল্লাহ মীর,​ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২৪, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে উৎসবের সার্বিক পরিবেশ, মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কি না, তা সরেজমিনে দেখতে মণ্ডপে মণ্ডপে পরিদর্শনে নেমেছেন  (এনসিপি) রূপগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা।
 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে উৎসবের সার্বিক পরিবেশ, মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কি না, তা সরেজমিনে দেখতে মণ্ডপে মণ্ডপে পরিদর্শনে নেমেছেন  (এনসিপি) রূপগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা।

আজ রূপগঞ্জ উপজেলা এনসিপি’র উদ্যোগে সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ হোসেন-এর নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং মণ্ডপের আয়োজক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন। দলের এই পরিদর্শক দলে ছিলেন যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া এবং সদস্য মহন মিয়া,ইশতেহাক সহ আরো অনেকে ।

পরিদর্শনকালে এনসিপি নেতারা পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়, মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তারা মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হন যে পূজা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে চলছে।
​এ প্রসঙ্গে এনসিপি রূপগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ হোসেন বলেন, আমরা চাই রূপগঞ্জের প্রতিটি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হোক। দলের পক্ষ থেকে আমরা মণ্ডপে মণ্ডপে গিয়ে সার্বিক পরিস্থিতি দেখছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে চলছি।

​পাশাপাশি এনসিপি'র পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, যে সকল মণ্ডপে স্বেচ্ছাসেবকের অভাব রয়েছে বা অতিরিক্ত স্বেচ্ছাসেবী টিমের প্রয়োজন, সেখানে এনসিপি স্বেচ্ছাসেবী দল সরবরাহ করতে প্রস্তুত। দলের যুগ্ম সমন্বয়ক সেলিমিয়া জানান, পূজা মণ্ডপের শৃঙ্খলা বজায় রাখতে এনসিপি'র সদস্যরা প্রস্তুত। কোনো মণ্ডপে স্বেচ্ছাসেবকের প্রয়োজন হলে আমাদের জানালে আমরা দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা করব।

​দলীয় নেতারা বলেন, এনসিপি সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে বদ্ধপরিকর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বদা সচেষ্ট। তারা আশা প্রকাশ করেন যে, সকলের সহযোগিতায় এই বছরের দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়