কলমাকান্দায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার প্রদর্শনী

রিপন মিয়া সীমান্ত প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৪১, বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২ আষাঢ় ১৪৩২
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

 

নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই কর্মসূচির পৃষ্ঠপোষকতা করে।

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বৈজ্ঞানিক কর্মকর্তা গৌরাঙ্গ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রোগ্রামার মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র শিল্পে উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা এই ধরনের প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের উদ্ভাবিত প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়