কুমারখালীতে সাপ মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩
কুমারখালী প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া কুমারখালী সদকী ইউনিয়নের বড় মালিয়াট গ্ৰামে বিষধর সাপ মেরে পুড়ানো কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসা নিতে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে আহতদের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
(২৩ জুন) সোমবার রাত ৮ টার সময় কুমারখালী সদকী ইউনিয়নের মালিয়াট গ্ৰামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই গ্ৰামের মৃত - সামেদ প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (৪৫), ইমাম আলীর ছেলে খোরশেদ আলী ( ৩০ ), মোঃ স্বপন (৩৭) সহ আরো অনেকেই এই সময় আহত হন বলে জানা গেছে।
জানা যায়, মালিয়াট গ্ৰামের রিয়াজ হোসেন এর ছেলে মোঃ সবুজ হোসেন (২০), রেজাউল ইসলামের ছেলে মোঃ রিফাত হোসেন (২০) আতিয়ার রহমানের ছেলে শাকিল হোসেন (২৭) , নাযেম আলীর ছেলে মোঃ সাইম হোসেন ( ২০) সহ আরো অনেকেই এই হামলা করেছে বলে জানা গেছে।
মোছাঃ নাছিমা খাতুন বলেন, সবুজ হোসেন ও রিফাত হোসেন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন । সোমবার রাত ৭.৩০ মিনিটের সময়। আমাদের বাড়ীর পাশে একটি সাপ মেরে পুড়াতে থাকে। ঐ সময় সাপ পোড়ানোর ধোয়া আমাদের বাড়ীতে প্রবেশ করলে গন্ধ বাহির হতে থাকে। ঐ সময় আমার স্বামী মনিরুল ইসলাম সাপ পুরাতে নিষেধ করলে। তারা আমার স্বামীকে হুমকি প্রদান করে । এক পর্যায়ে আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের । পরবর্তীতে রাত ৮ টার সময় আমার স্বামী বড় মালিয়াট গ্রামের আরিফ এর দোকানে গেলে । তাদের হাতে থাকা হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বেদনা দায়ক জখম করে। ঐ সময় আমার ভাশুর ঈমান আলীর, ছেলে খোরশেদ আলী আমার স্বামীকে ঠেকাতে গেলে।
তাহাদের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়া হত্যার উদ্দেশ্যে খোরশেদ এর মাথায় আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে এবং লোহার রড দিয়া মাথায় আঘাত করে হাড়ভাঙ্গা জখম করে। রাতে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালে সেখানেও হামলা করে তারা। তাদের হামলায় তিন গুরতর আহত হয়েছে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এমন অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে। প্রতিবেদকের সঙ্গে তারা কথা বলতে রাজি হয়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, এই বিষয়ে একটি এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।