মনপুরায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সীমান্ত হেলাল মনপুরা (ভোলা) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ভোলার মনপুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী- এ কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করা হয়।
সোমবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা লিখন বনিক'র সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ ড. শামীম আহমেদ। বিশেষ তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ।
অনুষ্ঠানে কৃষকদের মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি, কৃষকদের জীবনমান উন্নয়ন, ফসল উৎপাদনে সক্ষমতা ও আদর্শ কৃষক সৃষ্টিতে পার্টনার ফিল্ড স্কুলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সহসভাপতি ডাঃ কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতে ইমলমী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসীম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, উপজেলা ইসলামী আন্দোলন'র সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুরনবী, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন সহ ফিল্ড স্কুলের টিম লিডার ও মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।