বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৭, শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

২৭ জুন শুক্রবার বিকেলে শহরের কাচারি বাজার সংলগ্ন সিভিল কোর্ট বার লাইব্রেরির হল রুমে, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে জেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন, বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য ড.হালিম দাদ খান।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে এডভোকেট হামিদা বেগম, সহ-সভাপতি শিল্পী আবুল হাসেম, এডভোকেট শেখ ফারুক আহমেদ,  এ. কে. এম. আব্দুল কাদির ভূঞাঁ হিরু ও সাংবাদিক শফিক কবীর।

সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, সহসম্পাদক খন্দকার আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম।

কোষাধক্ষ হিসেবে লুৎফুল কবীর ও সাংগঠনিক সম্পাদক মীর জাহান ভূইয়া। কার্যকরী সদস্য হিসেবে ব্যবসায়ী আশরাফ উদ্দিন, সাংবাদিক ফারুকুজ্জামান, পল্লী চিকিৎসক ওবায়দুল্লা, এডভোকেট ফজলুল হক হেলাল, স্কাউটার নুরে আলম সিদ্দিকী, ডা: সেলিম জাবেদ, এডভোকেট আব্দুস সাত্তার তোষার, শিক্ষক হারুনূর রশিদ, বেসরকারি গণ গন্ত্রাগার জেলা কমিটির সভাপতি রুহুল আমিন, শিক্ষিকা কামরুন্নাহার, ওসমান গণী তনয় ও হাসিবুল হোসেন শান্ত সহ ২৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)'র নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে কিশোরগঞ্জ মৃত প্রায় নরসুন্দা নদীর দখল-দূষণ থেকে মুক্ত করে নদীর প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ ও পরিবেশের ক্ষতিকর দিকগুলি উল্লেখ করে যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও অসহায়দের পাশে থেকে জনমত গড়ে তুলে ঐক্যবদ্ধ ভাবে বাপা'র আন্দোলনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় জেলা কমিটির অন্যান্য কার্যকরী সদস্য সহ সাধারণ সদস্য ও বিভিন্ন উপকমিটির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়