রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাইকার প্রতিনিধিদল
রফিক মাহমুদ উখিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ঢাকাস্থ জাপানি দূতাবাস ও আন্তর্জাতিক সহযোগি সংস্থা জাইকার ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
রবিবার (২৯ জুন) দুপুরে উখিয়া উপজেলার ৪ নম্বর ও ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করা হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিস মিয়াজাকি কাতসুরা। পরিদর্শনকালে তার সাথে ছিলেন—দক্ষিণ এশিয়ার মহাপরিচালক মি.ইয়ামাদা তেতসুয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের ব্যক্তিগত সচিব মি. ইয়োশিদা হায়াকাজু, জাইকা বাংলাদেশের প্রধান মি. ইচিগুচি তোমোহিদ এবং জাইকা বাংলাদেশের প্রোগ্রাম উপদেষ্টা মি.কুরাহাশি কোজিরো।
প্রতিনিধিদলটি দুপুর সাড়ে ১২ টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ওয়ান ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও এনজিও সংস্থা কোডেক পরিচালিত ই-ভাউচার ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করেন। প্রতিনিধিরা কীভাবে রোহিঙ্গারা ই-কার্ড ব্যবহার করে চাল, ডাল, তেল, চিনি, ডিম ইত্যাদি খাদ্যসামগ্রী সংগ্রহ করে তা দেখেন। তাঁরা সেলস পয়েন্টসহ পুরো কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শন পরবর্তীতে ক্যাম্প-৫ এর বি-৬ ব্লকে ইউএন উইমেন-এর অর্থায়নে ও এনজিও সংস্থা অ্যাকশন এইড পরিচালিত উইমেন’স মার্কেট ঘুরে দেখেন প্রতিনিধি দলটি। তারা রোহিঙ্গা নারীদের সেলাই, হস্তশিল্প, কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসার প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বাজারের ২৪টি দোকান ঘুরে দেখেন। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে লাঞ্চে অংশ নেন।
প্রতিনিধিদলটি সেখান থেকে দুপুর দুটার দিকে ইউনিসেফের অর্থায়নে ও এনজিও সংস্থা ব্র্যাক পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিখন (লার্নিং) সেন্টার পরিদর্শনে যান। সেখানে তারা শিক্ষার্থীদের পাঠদানের পদ্ধতি ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এছাড়াও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন এবং রোহিঙ্গা যুবক যুবতিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
বিকাল ৩ টার দিকে জাইকার প্রতিনিধিদলটি ৪ নম্বার এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর অর্থায়নে ও এনজিও ফোরাম ও সিএনআরএস পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ও প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন। তাঁরা সেখানে রোহিঙ্গা নারীদের হস্তশিল্প, সেলাই প্রশিক্ষণ এবং কারিগরি প্রশিক্ষণসহ আত্মকর্মসংস্থানের উদ্যোগগুলো প্রত্যক্ষ করেন।
বিকাল ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।