উখিয়ায় র‍্যাবের অভিযানে বিদেশী অস্ত্র উদ্ধার

রফিক মাহমুদ উখিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৪৬, সোমবার, ৩০ জুন, ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি


কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে র‌্যাবের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারস্থ র‍্যাব-১৫ সদস্যরা উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

একইদিন সন্ধ্যায় কক্সবাজারস্থ র‍্যাব-১৫ সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) ল'এন্ড মিডিয়া অফিসার আ.ম. ফারুক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞাপ্তিতে তিনি জানান, স্থানীয় কিছু বাংলাদেশি ও রোহিঙ্গা দুষ্কৃতিকারী সংগঠিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তার সুত্রধরে ঐ এলাকায় র‍্যাব সদস্যরা অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে সন্দেহজনকস্থানে তল্লাশি চালিয়ে একটি এলজি, একটি বিদেশী এয়ার রাইফেল, ৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩ রাউন্ড বার বোরের তাজা কার্তুজ এবং একটি বার বোরের খালী খোসা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজার, বান্দরবান জেলা এবং রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, সন্ত্রাসীদের আটক ও ডাকাতি প্রতিরোধ ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়