কলমাকান্দায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপন মিয়া সীমান্ত প্রতিনিধি নেত্রকোনা || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৪, বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মোঃ মোকাদ্দাস আলী (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অবস্থিত বিষ্ণুপুর মহসিনিয়া দাখিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ভবনের নির্মাণকাজ চলাকালীন সময়ে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করছিলেন মোকাদ্দাস। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে  তিন তলায় পড়ে যান। সঙ্গে সঙ্গে সেখানকার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে কলমাকান্দা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক বাবুল হাসান  বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়