দেশি-বিদেশি অস্ত্র সহ অপহরণকারী চক্রের মুল হোতা গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০৮, সোমবার, ৩০ জুন, ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে জায়েদ হোসেন ফারুক নামে অপহরণকারী চক্রের এক মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও র‍্যাবের পোশাক উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) দুপুরে কক্সবাজার র‍্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন র‍্যাব ১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলাম।  

ব্রিফিংয়ে তিনি জানান, গত ১১জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভিকটিম মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপন দাবি করেন অপহরনকারীরা।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূলহোতা মো. জায়েদ হোসেন ফারুককে উখিয়া উপজেলার হলদিয়া পালং পশ্চিম মরিচ্যা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে র‍্যাব ৪টি কোটি, ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি বন্দুক, ২১রাউন্ড দেশি-বিদেশি পিস্তল ও বন্দুকের গুলি, র‍্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।

সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ডাকাত শাহ আলম ও সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও ৪জন এই অপহরণকারী চক্রের সাথে জড়িত বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়