উখিয়ায় সীমান্ত পরিবহনের ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

রফিক মাহমুদ, উখিয়া প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৪২, রবিবার, ২৯ জুন, ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম মহাসড়কে সীমান্ত পরিবহন নামের একটি বাসের ধাক্কায় ইফাত সাদিয়া রিমু (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী বাজারের উত্তর স্টেশনের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পালংখালী বাজারের ব্যবসায়ী আল ফয়সাল ট্রেডার্সের মালিক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার ফয়সাল আরিফ জানান, তার দোকানের সামনে সীমান্ত পরিবহনের তারেক ট্রেডার্স নামক টেকনাফগামী একটি মিনি বাসের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গয়ামারা মা ও শিশু (এমএসএফ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমু কে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সীমান্ত পরিবহনের তারেক ট্রেডার্স নামক একটি বাস (রেজি. নং-কক্সবাজার (জ-১১-০৩৮৭) পালংখালী বাজারের উত্তর স্টেশন এলাকায় একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমে থাকা যাত্রী ইফাত সাদিয়া রিমু গুরুতর আহত হয়।

নিহতের নাম ইসফাত সাদিয়া রিমু (১৪)। সে উত্তর পালংখালী এলাকার মৃত সাবের আহমদের মেয়ে ও পালংখালী খাদিজাতুল কোবরা (রা:) বালিকা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।

উখিয়া শাহপুরী হাইওয়ে থানা এসআই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

তিনি জানান, “ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।” এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়