সেশনজট নিরসনে ইবি উপাচার্যের মত বিনিময় সভা

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:১০, রবিবার, ২৯ জুন, ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশনজট নিরসনে কর্মপরিকল্পনার অংশ হিসেবে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি সেশনজট নিরসনে ক্লাস-পরীক্ষা সময় মতো নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমতাজ হোসেনসহ অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সেশনজটের ফলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল পেতে দেরি হয়। ফলে তাদের চাকুরী ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হয়।

তিনি আর‌ও বলেন, অন্তবর্তীকালীন সরকারের এ সময়ে সুযোগ এসেছে শক্ত ভূমিকা গ্রহণ করে, কিছু নিয়ম তৈরি করে সেশনজট নিরসন করার। এতে ছাত্ররা উপকৃত হবে, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে।

ভাইস চ্যান্সেলর জানান, এ সমস্যা নিরসনে পন্থা খুঁজতে পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের সাথেও মতবিনিময় করা হবে। এর বাইরেও সম্পর্কযুক্ত অফিস সমূহের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়