ওসমান হাদির পক্ষে শ্রদ্ধাঞ্জলি দিলেন আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৪, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শুরু করে শ্রদ্ধা জানানো। শহীদ বেদীতে ওসমান হাদির নামেও একটা পুষ্পাঞ্জলী দেওয়া হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শুরু করে শ্রদ্ধা জানানো। শহীদ বেদীতে ওসমান হাদির নামেও একটা পুষ্পাঞ্জলী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় স্মৃতিসৌধে নিজের নামে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পক্ষেও শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।

এ সময় তার পেছনে বেশকিছু নেতাকর্মীও ছিলেন। যাদের হাতে উই আর হাদি লেখা পোস্টার-প্ল্যাকার্ডও ছিল।

উল্লেখ্য গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে ফেরার পথে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। আরও উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছে সরকার।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়