মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৩, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মহান বিজয় দিবস উপলক্ষে ১১টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের গেস্ট হাউসে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে ১১টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের গেস্ট হাউসে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন বলেন, আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে পরবর্তী প্রজন্মের জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষের জীবনে থাকবে নিরাপত্তা, অর্থনীতি হবে সুসংহত ও স্থিতিশীল, এবং সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আজকের এই মহান বিজয় দিবসে এটাই হোক আমাদের প্রত্যাশা।

এছাড়াও এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) মোস্তাক আহমেদ ও কলেজ শিক্ষক মো. রফিকুল আলম বকুল।

তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মপরিচয়ের প্রতীক। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শ ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও তা লালন করা আমাদের নৈতিক দায়িত্ব। বিজয় দিবস আমাদের ঐক্য, সাহস ও ত্যাগের শিক্ষা দেয়।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়