মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের উপচে পড়া ভিড়
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দেখা গেছে সর্বস্তরের জনতার উপচে পড়া ভিড়।
মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দেখা গেছে সর্বস্তরের জনতার উপচে পড়া ভিড়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন শেষে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে নামে জনতার ঢল।
এর আগে, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। এদিন ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছে। তারা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন শহীদ বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে।
এছাড়া মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
মঙ্গলবার ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ০৬টি গান দ্বারা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।