পাবনা"য় বিজয় দিবসে সরকারি স্থাপনা সজ্জিত হলেও উপেক্ষিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ....
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার অন্তর্গত শহীদনগর (ডাব বাগান) স্মৃতিস্তম্ভ পরিদর্শন করে দেখা গেছে এমন চিত্র। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অত্র এলাকার বীরমুক্তিযোদ্ধা গণ সহ সচেতন মহল।
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার অন্তর্গত শহীদনগর (ডাব বাগান) স্মৃতিস্তম্ভ পরিদর্শন করে দেখা গেছে এমন চিত্র। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অত্র এলাকার বীরমুক্তিযোদ্ধা গণ সহ সচেতন মহল।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ এপ্রিল ডাববাগানের যুদ্ধ ছিল একাত্তরের এক মাইলফলক। উত্তরবঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর ইউনিয়নাধীন নগরবাড়ী -বগুড়া মহাসড়কের পাইকরহাটি (শহীদনগর)'র ডাববাগান নামক স্থানে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হয়। এতে ৫০জন পাক সেনা নিহত এবং মুক্তিযোদ্ধা,ইপিআর সদস্য ও সাধারণ মানুষ সহ ৩০ জন শহীদ হন।