আটপাড়ায় বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
মোঃ আশিক মিয়া আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া থানা বিএনপির সভাপতি মোঃ আলহাজ্ব মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি আটপাড়া থানা ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরবের দিন, এই বিজয়ের চেতনা ধারণ করেই দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
দিনব্যাপী এই কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।