উৎসবমুখর আয়োজনে রাঙ্গাবালীতে মহান বিজয় দিবস উদ্যাপন
মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
উৎসবমুখর নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
উৎসবমুখর নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভোর থেকেই জাতীয় পতাকা ও ফুল হাতে শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ ছিল মুখরিত। হাজারো মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শারীরিক কসরতের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় শিশু-কিশোররা রঙিন পোশাকে মনোমুগ্ধকর কসরত প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞা, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি রহমান ফরাজি, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, জামায়াতে ইসলামী রাঙ্গাবালী উপজেলার আমীর মাওলানা কবির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা আনিসুর রহমান, গণঅধিকার পরিষদ রাঙ্গাবালী উপজেলার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটু প্রমুখ।