কুষ্টিয়া হাইওয়ে পুলিশের মামলা থেকে বাঁচতে মটরসাইকেল সহ ট্রাকের নিচে পরে দুই জন হাসপাতালে
আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া ইবি,র বিত্তিপাড়া (কুঠি)বাজারের পাশে কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের শহীদ তেলপাম্পের সামনে ট্রাকের নিচে পরে দুজন মটরসাইকেল অরোহী গুরুত্বর ভাবে আহত হয়েছে।গতকাল শুক্রবার বিকেল ৪ঃ৩০ দিকে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া ইবি,র বিত্তিপাড়া (কুঠি)বাজারের পাশে কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের শহীদ তেলপাম্পের সামনে ট্রাকের নিচে পরে দুজন মটরসাইকেল অরোহী গুরুত্বর ভাবে আহত হয়েছে।গতকাল শুক্রবার বিকেল ৪ঃ৩০ দিকে এই ঘটনা ঘটে।
ঘটনা স্থানের কয়েক জনের সাথে কথা বলে জানা যায় যে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ শহীদ ফিলিং ষ্টশ্নের কিছুটা দূরে কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কে অবৈধ্য গাড়ি চেক সহ মটরসাইকেলের কাগজ পত্র চেক চলছিলো।এমন সময় একটি মটর সাইকেল মামলার ভয়ে পুলিশ দেখে তাদের সামনে থেকে পালাতে গিয়ে ট্রাকের সামনে পরে দুইজন গুরুত্বরভাবে আহত হয়।কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনগন তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায়।
আহত দুইজনের পরিবার সুত্রে জানা যায় কুষ্টিয়া ,ইবি,র ঝাউদিয়া কারিগর পাড়ার বাহারের ছেলে ইসমাইল এবং একইপাড়ার কুরবানের নাতী ছেলে আশিক। মটরসাইকেল নিয়ে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে ওসি ওবায়েদ ইসলামের সাথে কথা বল্লে তিনি জানান,আমরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই সময় ঘাতক ট্রাক ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।তবে আমরা ট্রাকটি আটকের বিষয়ে কাজ করছি।আগে মানুষ তার পরে ট্রাক।
তবে স্থানীয় জনসাধারণ বলছে হাইওয়ে পুলিশ দেখে পালানোর সময় এই দূর্ঘটনা ঘটে।তবে কি ঘটেছিলো সেখানে আহত দুজনের অবস্থা একটু ভালো হলে আরো ভালোভাবে জানা যাবে।জানা যাবে দূর্ঘটনার কারণ।কিভাবে পুলিশের সামনে থেকে ঘতক ট্রাকটি পালিয়েছে এই নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুইজনের শারিরীক অবস্থার বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি।