বিজয় দিবসের চেতনা: পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যা লি বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। র্যা লি শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয় কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বিজয়ের তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে জনাব জাহাঙ্গীর হোসেন গভীর শ্রদ্ধার সাথে শহীদ জিয়াউর রহমান কে এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে বলেন,
আজ ১৬ই ডিসেম্বর, আমাদের বিজয়ের দিন। ৫৪ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে লাল-সবুজ পতাকা উড়ানোর জন্য যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বিজয় শুধু একটি তারিখ নয়; এটি বাঙালি জাতির অস্তিত্বের প্রতীক, আমাদের সাহস আর আত্মমর্যাদার দলিল। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা শপথ নেব— মুক্তিযুদ্ধের যে চেতনা, যে অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন, সেই স্বপ্নকে আমরা আমাদের শিক্ষা এবং কাজের মাধ্যমে বাস্তবে রূপ দেব।