নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের বিজয় র্যালি
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫৫ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালী শুরু হয় এবং প্রসাদপুর বাজার চৌরাস্তা মোড় হয়ে ফেরিঘাট বাস স্ট্যান্ড পাশে কয়াপাড়া কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মান্দা উপজেলা শাখার আমির ডাক্তার আমিনুল ইসলাম।
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫৫ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালী শুরু হয় এবং প্রসাদপুর বাজার চৌরাস্তা মোড় হয়ে ফেরিঘাট বাস স্ট্যান্ড পাশে কয়াপাড়া কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মান্দা উপজেলা শাখার আমির ডাক্তার আমিনুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি জেনারেল ও ৩নং পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামের আমির ও মান্দা-৪ আসনের জামায়াত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন নওগাঁ জেলা শাখার সভাপতি ও মান্দা উপজেলা জামায়াত ইসলাম মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন স্বাধীনতার ৫৫ বছর পার হলে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতা সুফল পায়নি। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের জনগণকে স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত করেছিল। এই দেশের জনগণ এখনো বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ পায় নি। এই উপমহাদেশে ব্রিটিশ ফ্যাসিস্ট থেকে মুক্তি লাভ করেছিল, একাত্তরের পাকিস্তানের বৈষম্য এবং নির্যাতন থেকে মুক্তি পেয়েছিল। ২৪ শে ফ্যাসিজম থেকে মুক্তি লাভ করেছে। কিন্তু এখনো অনেকে নতুন করে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের হুশিয়ার করে বলে দিতে চাই, ২৪শের নতুন প্রজন্ম আর কাউকে ফ্যাসিস্ট হতে দিবো না। দুর্নীতিবাজদের থেকে চাঁদাবাজদের থেকে মুক্তি চাই৷ বক্তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সমস্ত ব্যক্তিরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।