শ্রদ্ধা, ঐক্য ও অঙ্গীকারে মানিকগঞ্জে উদযাপিত মহান বিজয় দিবস।

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৮, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। উন্নত, সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ দিবসটি পালন করেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। উন্নত, সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ দিবসটি পালন করেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। 
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন, নাজমুল আরা সুলতানা,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মানিকগঞ্জ প্রেস ক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিগুলোতে মুক্তিযুদ্ধের ও দেশের প্রতি দায়িত্ববোধ তুলে ধরা হয়।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এসব আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয় দিবসের তাৎপর্যকে আরও গভীর ও অর্থবহ করে তোলে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়