মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়
স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ(গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এই সভা আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত ইউএনও বলেন, “মুকসুদপুরের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গঠনে সকলের সহযোগিতা কামনা করি"। এছাড়াও আসন্ন নির্বাচনে আইন ও আচরণ বিধি মেনে যার যার অবস্থান থেকে বাস্তাবায়নে সহায়তা চান।
নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির, এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।