বাঘায় মহান বিজয় দিবস উদযাপন

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৯, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা ৪২ মিনিটে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা ৪২ মিনিটে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন শেষে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা ভবনসহ সরকারি, আধা-সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল হকসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। বীর মুক্তিযোদ্ধাদের ফুল, খাবার ও উপহার দিয়ে সম্মানিত করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়