মানবাধিকার দিবসে মাগুরা বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের র্যালী
মাগুরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, মাগুরা জেলা কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, মাগুরা জেলা কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা কমিটির সভাপতি মোঃ ছালমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলি, সাংগঠনিক সম্পাদক বিমান বাহিনী (অব.) সি.নি.ও. মোঃ আমানত, প্রচার সম্পাদক মোঃ রিদয় হোসেন (হোসাইন)।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ—
মোঃ আবুল হোসাইন সাগর, মোঃ মিশুক পারভেজ, মোঃ আসিফ হোসেন, আখি বিশ্বাস, মোঃ সোহাগ হোসেন, মোঃ রিয়াদ হোসেন, মোঃ ছাব্বির, মোঃ ফাহিম হোসেন, মোঃ ফাহিম, মোঃ রিফাদ, মোঃ তামিম, মোঃ সুপিয়ান মোল্লা, সাহেব আলি, সবের আলু, রসিদ মিদ্যা, জাহিদ মিদ্যা, এনামুল, তারিকুল, সিরাজুল, সাথি, রেখা, বর্ণালি, সাহিন এবং আরও অনেকে।
বক্তারা মানবাধিকার রক্ষা, বৈষম্যহীন সমাজ গঠন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, মানবাধিকার সুরক্ষা কেবল আইন বা নীতিমালার বিষয় নয়; এটি প্রত্যেক মানুষের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্ববোধের সমন্বিত প্রয়াস।
আলোচনা সভায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়ের সুষ্ঠু প্রতিফলন নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর দিকনির্দেশনা তুলে ধরা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন মানবাধিকার সুরক্ষায় নতুন উদ্দীপনা যোগ করেছে— এমন মত ব্যক্ত করেন আয়োজকরা।