সরিষাবাড়ীতে রূপান্তর মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫/২০২৬ এর কার্যক্রম শুরু

মোঃ সিফাত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৩, বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর এলাকায় “রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন” পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫–২০২৬ আয়োজন করেছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর এলাকায় “রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন” পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫–২০২৬ আয়োজন করেছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, গণিত ও ইংরেজি, এবং শুধুমাত্র সরিষাবাড়ী উপজেলার অন্তর্গত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে, যা চলবে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নিচের লিংকে https://forms.gle/5aBYyqm7gBkJ3vQo6
পরীক্ষার সময়সূচী ২৭ ডিসেম্বর ২০২৫,সকাল ১০:০০টা পরীক্ষার কেন্দ্র:১. জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়২. ফুলকলি বিদ্যানিকেতন

ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান চাঁন বলেন,
“শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিজ্ঞতা বাড়াতে আমরা প্রতি বছর মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকরা অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়