সরিষাবাড়ীতে রূপান্তর মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫/২০২৬ এর কার্যক্রম শুরু
মোঃ সিফাত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর এলাকায় “রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন” পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫–২০২৬ আয়োজন করেছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর এলাকায় “রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন” পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫–২০২৬ আয়োজন করেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, গণিত ও ইংরেজি, এবং শুধুমাত্র সরিষাবাড়ী উপজেলার অন্তর্গত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে, যা চলবে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নিচের লিংকে https://forms.gle/5aBYyqm7gBkJ3vQo6
পরীক্ষার সময়সূচী ২৭ ডিসেম্বর ২০২৫,সকাল ১০:০০টা পরীক্ষার কেন্দ্র:১. জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়২. ফুলকলি বিদ্যানিকেতন
ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান চাঁন বলেন,
“শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিজ্ঞতা বাড়াতে আমরা প্রতি বছর মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকরা অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।