হাদীর ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
মো. সাইফ শাহরিয়া রাবি প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর দুর্বৃত্ত হামলার ঘটনায় সুষ্ঠু বিচার এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। আজ শুক্রবার ( ১২ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর দুর্বৃত্ত হামলার ঘটনায় সুষ্ঠু বিচার এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। আজ শুক্রবার ( ১২ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে তালাইমারীতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ কর্মসূচি পালনকালে তারা, 'হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে ', ' হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ', ' আবু সাঈদের একশান, ডাইরেক একশান ' চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার ', ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এসব স্লোগান দেন।
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বাবু বলেন, চব্বিশের জুলাই আন্দোলকারী অনেকেই দুর্নীতির সাথে জড়িয়ে গেলেও ওসমান হাদী কখনো আপস করেনি। ওসমান হাদী সবসময় ভারতীয় আধিপত্য ও মুজিববাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
এসময় হামলায় জড়িতদের নিয়ে তিনি বলেন, ওসমান হাদীর ওপর হামলার পেছনে ভারতীয় আধিপত্যকারী ও মুজিববাদ জড়িত। এদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার একদিন যেতে না যেতেই একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা হয়েছে। এ থেকে বোঝা যায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কতটা বজায় থাকবে।
তিনি অন্তবর্তীকালীন সরকারে হুশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ১২ তারিখে নিশ্চিত করেছেন যেমন তেমনি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড টাও নিশ্চিত করুন। হাদীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।