চারঘাটে মহান বিজয় দিবস উদযাপন
আবুল হাশেম চারঘাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়।
রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকীসহ অন্যান্য কর্মকর্তারা। কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ, আনসার ভিডিপি, বি এন সিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অংশগ্রহণ করে। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ডিসপ্লে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।