মুকসুদপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৮, রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

গোপালগঞ্জের মুকসুদপুরে সফিকুল ইসলাম(২২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গোপালগঞ্জের মুকসুদপুরে সফিকুল ইসলাম(২২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে, উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সফিকুল ইসলাম উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ছাবেদ মুন্সীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম দুপুরের খাবার খেয়ে  নিজ বসত ঘরে শুয়ে পড়ে। সন্ধ্যার পূর্বে শফিকুলের মা জরিনা বেগম ঘরের দরজা জানালা বন্ধ  দেখে  বাড়ির লোকজনকে ডাক দিলে বাড়ির লোকজন এসে দরজা খুলে দেখে সফিকুল ইসলাম ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ দিয়ে ঝুলতেছে।

পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে, সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিক ভাবে সফিকুল ইসলাম এর আত্মহত্যার কারন জানা যায়নি।    

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়