বিশ্ব মানবাধিকার দিবসে নড়াইল বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের র‍্যালী

নড়াইল প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:১৫, বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বিশ্ব মানবাধিকার দিবসে নড়াইলে রঙিন আয়োজন।মানবাধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইল জেলা কমিটির মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবসে নড়াইলে রঙিন আয়োজন।মানবাধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইল জেলা কমিটির মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১:০০টায় নড়াইল জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, নড়াইল জেলা কমিটি-এর উদ্যোগে মানবাধিকার সচেতনতামূলক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকারকর্মী, সমাজসেবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপদেষ্টা পরিষদের প্রধান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আলেক মোল্লা, সেনা অবঃ সার্জেন্ট জালাল উদ্দিন মিনা, আব্দুর রব,সভাপতি আবদুল্লাহ আল বারি,সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কুদ্দুস মোল্লা, সেনা অবঃ সেলিম মিনা, চাঁন মিনা, মাস্টার হুমায়ূন,মনিরুল ইসলাম,সুমন বিশ্বাস,সাজ্জাদ হোসেন,প্রান্ত মোল্লা,রাকিবুল ইসলাম, বক্তারা বলেন, মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত, মৌলিক ও অবিচ্ছেদ্য অধিকার। সমতা, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের বিকাশে মানবাধিকার রক্ষা অপরিহার্য। রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব হিসেবে মানবাধিকার রক্ষায় প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সচেতনতা বৃদ্ধি সমাজে শান্তি ও সুস্থ সহাবস্থান নিশ্চিত করবে।

জেলা প্রশাসক নড়াইল বলেন, “মানবাধিকার প্রতিটি মানুষের মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচারের ভিত্তি। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার সনদ মানবিক মূল্যবোধ রক্ষায় বিশ্বব্যাপী মানদণ্ড হিসেবে কাজ করছে। নড়াইল জেলা প্রশাসন মানবাধিকারের সকল নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। নারী-শিশু সুরক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক প্রশাসনিক সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ দায়িত্ব পালন করে যাচ্ছি।”

সহকারী পুলিশ সুপার নড়াইল বলেন, “মানবাধিকার সুরক্ষা একটি সম্মিলিত নৈতিক দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার, জিজ্ঞাসাবাদ, তদন্ত ও নিরাপত্তা প্রদানের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে। শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের পাশাপাশি নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ, সামাজিক বৈষম্য দূরীকরণ, নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি নড়াইল জেলায় মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়