রাজধানীর উত্তরায় ব্যবসা প্রতিষ্ঠানের চাঁদাবাজির অভিযোগ থানায় জিডি

স্টাফ রিপোর্টার রিপন মিয়া: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:০৪, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজধানীর উত্তরার ৫৩ নং ওয়ার্ড রানাভোলা বটতলা মেইন রোডে নুর এন্টারপ্রাইজ নামের চাউলের আড়ত ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তুরাগ থানায় সাধারণ ডায়েরি  ।

রাজধানীর উত্তরার ৫৩ নং ওয়ার্ড রানাভোলা বটতলা মেইন রোডে নুর এন্টারপ্রাইজ নামের চাউলের আড়ত ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তুরাগ থানায় সাধারণ ডায়েরি  ।

সরেজমিনে জানা গেছে, উত্তরা তুরাগ  থানা ৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম  নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে এলাকায় একটি সঙ্ঘবদ্ধ চক্র গড়ে তুলেছে,সঙ্গবদ্ধ চক্রটি অত্র এলাকায়  চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি।

উত্তরার রানাভোলা বটতলা মেইন রোডের পাশে নুর এন্টারপ্রাইজ চাউলের আড়তে মো: আইয়ুব আলী, আব্দুস সালাম,ও লোকমান হোসেনের নেতৃত্বে  হুমকি-দামকী ও ভয়-ভীতি মরপিট করে প্রতিমাসে মাসোহারা হিসেবে চাঁদা দাবি করে।

এ বিষয়ে নূর এন্টারপ্রাইজের সত্য অধিকারী নাজমুল হাসান ১৪/১২/২৫ইং উত্তরা তুরাগ থানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকা আইয়ুব আলী, আব্দুস সালাম, লোকমান হোসেন,আরো অজ্ঞাতনামা  কয়েক জনের নামে উল্লেখ করে  সাধারণ ডায়েরি করেন।

এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানান এই চক্রটির ৫ই আগস্ট এর পর থেকে এলাকা চাঁদাবাজি সর্বরাজ্য গড়ে তুলেছে।এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না মুখ করলে প্রাণনাশের হুমকি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়