শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এত বড় মানবতাবিরোধী অপরাধ করেও শেখ হাসিনার ভেতর কোনো অনুশোচনাবোধ নেই। তিনি সেনাবাহিনীকে উসকে দেয়ার চেষ্টা করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এত বড় মানবতাবিরোধী অপরাধ করেও শেখ হাসিনার ভেতর কোনো অনুশোচনাবোধ নেই। তিনি সেনাবাহিনীকে উসকে দেয়ার চেষ্টা করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এ তিনি বলেন, ক্রিস্টাল ক্লিয়ার প্রমাণ থাকার পরও শেখ হাসিনা তাদের (প্রসিকিউশন পক্ষের) বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। যারা মামলা করেছে বা সাক্ষ্য দিচ্ছেন, তাদের হত্যার হুমকি দিচ্ছেন, বাড়িঘর ধ্বংসের হুমকি দিচ্ছেন এবং তাদের লাশ বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলেছেন।
তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি সেনাবাহিনীকে বলছেন, “তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছো না?” রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনা একটি সিভিল ওয়ার (গৃহযুদ্ধ) লাগানোর চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হয়েছেন।