নিজেকে জানার সীমা ও সম্ভাবনা

শিরিন আকতার || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৫, রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ছবি : ফাইল ফটো

ছবি : ফাইল ফটো

মানুষ নিজেকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করে।
কিন্তু সত্যিই কি আমরা এতটা সচেতন, যতটা আমরা ভাবি?
আমাদের চেতনার সীমা কোথায়— সেই প্রশ্নটি আজও অজানার গভীরে।

আমরা দেখি, শুনি, বুঝি— কিন্তু আসলে কতটুকু দেখি, কতটুকু বুঝি?
আমাদের চোখ যা দেখে, সেটাই কি সম্পূর্ণ সত্য?
না কি, আমরা দেখি শুধু আমাদের চিন্তার ফ্রেমের ভেতরকার অংশটুকু?
চেতনা আসলে সীমাহীন নয়, বরং সীমাবদ্ধ—
আমাদের অভিজ্ঞতা, শিক্ষা, ভয় আর সামাজিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত।

মানুষের মস্তিষ্ক কোটি কোটি নিউরনে গঠিত,
তবুও একটি ভাবনা, একটি অনুভূতি, একটি স্মৃতি—
সবই তারই অদৃশ্য খেলায় বন্দি।
আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু বাস্তবে আমাদের চেতনা
বাহ্যিক প্রভাব, সংস্কৃতি, ধর্ম, শিক্ষা, এমনকি অচেতন মন দ্বারা পরিচালিত।

প্রতিদিন আমরা সিদ্ধান্ত নেই—
কিন্তু সেই সিদ্ধান্ত কি সত্যিই স্বাধীন?
নাকি শৈশবের শেখানো ভয়, সমাজের চাপ, এবং ভেতরের অনিশ্চয়তা
আমাদের ভাবনাকে পরিচালনা করে?

একজন মানুষ হয়তো ভাবে— “আমি জানি আমি কে।”
কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলে নিজেদের জানি?
আমাদের মস্তিষ্কের গভীরে এমন এক অঞ্চল আছে,
যেখানে জমা থাকে ভয়, দুঃখ, অপরাধবোধ আর অজানা তৃষ্ণা।
সেই জায়গাটায় আমরা সচরাচর যাই না— কারণ সেখানে প্রবেশ মানে নিজের মুখোশ খুলে ফেলা।

মানুষের চেতনা এক বিশাল মহাসাগর।
আমরা তার উপরভাগে ভাসি, কিন্তু গভীরে নামতে ভয় পাই।
কারণ গভীরে নামলে আমরা দেখতে পাই—
আমাদের অহংকার কতটা ভঙ্গুর, আমাদের জ্ঞান কতটা সীমিত।

বিজ্ঞান এখনো মানুষের চেতনার রহস্য পুরোপুরি উদঘাটন করতে পারেনি।
মনোবিজ্ঞান বলে— অবচেতন মনই নিয়ন্ত্রণ করে আমাদের ৯৫% আচরণ।
তাহলে আমরা সচেতনভাবে যে সিদ্ধান্ত নিই, তা হয়তো কেবল ৫%।
বাকিটা নিয়ন্ত্রণ করে আমাদের ভেতরের অদৃশ্য প্রোগ্রাম।

তবুও মানুষ চেষ্টা করে— নিজেকে জানতে, বুঝতে, অতিক্রম করতে।
এই চেষ্টা-ই হয়তো মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য।
চেতনা যত বাড়ে, তত ভাঙে অহংকার, তত গভীর হয় সহানুভূতি।
যে মানুষ নিজের মনকে দেখতে শেখে,
সে অন্যের চোখেও নিজের প্রতিচ্ছবি দেখতে পারে।

চেতনার সীমা হয়তো কখনো পুরোপুরি ভাঙা যাবে না,
কিন্তু আমরা যদি চেষ্টা করি সেই সীমাকে ছুঁতে—
তাহলেই শুরু হবে সত্যিকারের মানবতার বিকাশ।

কারণ, যখন মানুষ নিজের ভেতরের অন্ধকার চিনতে শেখে,
তখনই সে আলোকে সত্যিকারের উপলব্ধি করে।

🌿 শেষ কথা:
চেতনার সীমা আসলে আমাদের ভয়েই বাঁধা।
যেদিন আমরা নিজের ভয়কে অতিক্রম করব,
সেদিন হয়তো আমরা বুঝব—
মানুষ আসলে কত গভীর, কত অশেষ, কত অজানা।

শিরিন আকতার 
স্বত্ত্বাধিকারী : উড়ান
সিইও : টেস্টি বেকার্স

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়