শীর্ষ চরমপন্থী লিপটনের বিচার ও জামিন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ায় সেনা অভিযানে পাঁচটি অস্ত্রসহ আটক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনের বিচার ও জামিন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
কুষ্টিয়ায় সেনা অভিযানে পাঁচটি অস্ত্রসহ আটক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনের বিচার ও জামিন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় বিক্ষোভকারীরা বলেন, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন একাধিক হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজীসহ নানা অপরাধের মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেছিলেন। ৫ আগষ্টের পর সেনাবাহিনী তাকে বিপুল পরিমান অস্ত্রসহ আটক করে। কিন্তু বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে সে আবারও মামলা থেকে বাচাঁর চেষ্টা করছে। তাই তার জামিন বাতিল সহ বিচারের দাবী জানান আন্দোলনকারীরা।
শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে কলেজে পড়ার সময় ছাত্রলীগ করা এই লিপটন পরবর্তী সময়ে গণমুক্তিফৌজে নাম লেখায়। কুষ্টিয়া শহরে প্রকাশ্যে জামাই বাবুসহ একাধিক ব্যক্তিকে হত্যা করে আলোচনায় আসে সে। এর পর তাঁর অপরাধ জগৎ ছড়িয়ে পড়ে আশপাশের জেলায়। মাফিয়া আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে সে র্যাবের নাম ভাঙিয়ে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, নিরীহ লোকজনকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার মতো বহু ঘটনা ঘটিয়েছে।