বিশ্বের ২৬ দেশের অংশগ্রহণে ইবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৩২, বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘Computing, Application and Systems (COMPAS) 2025’।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘Computing, Application and Systems (COMPAS) 2025’।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাপী গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনের আয়োজন করেছে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, ইবি কেন্দ্রীয় গবেষণাগার, আইসিটি বিভাগ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ।

সম্মেলনের মূল প্রযুক্তিগত বিষয়বস্তুতে রয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন ও অ্যালগরিদম।

জানা গেছে, এবার সম্মেলনে ২৬টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। জমা পড়েছে ৭৯০টি গবেষণাপত্র, যার মধ্যে ২৪০টি গৃহীত হয়েছে। এসব গবেষণাপত্র উপস্থাপন করবেন ৫১৮ জন অনন্য গবেষক।
দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন ও ইবনে সিনা বিজ্ঞান ভবনে, এবং দ্বিতীয় দিন ইবনে সিনা বিজ্ঞান ভবন ও কুষ্টিয়ার দিশা টাওয়ারে।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন—

পাকিস্তানের ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের রেক্টর অধ্যাপক ড. তারিক রহিম সুম্র, অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শামসুল ইসলাম, যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন, বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ও বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. এম. সোহেল রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।

সম্মেলনের জেনারেল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আইইইই সিএস বিডিসি চেয়ার অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান এবং পাস্ট চেয়ার অধ্যাপক ড. আহসান হাবীব তারেক।
টিপিসি চেয়ার হিসেবে থাকছেন অধ্যাপক ড. ওবাইদুর রহমান ও অধ্যাপক ড. এম. মহসিনুল হক, আর অর্গানাইজিং চেয়ার হিসেবে রয়েছেন আইইউ সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

এছাড়া প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে আইইইই আইইউ স্টুডেন্ট ব্রাঞ্চ, আইইইই কম্পিউটার সোসাইটি আইইউ স্টুডেন্ট চ্যাপ্টার, আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি আইইউ স্টুডেন্ট চ্যাপ্টার এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (SAICT)।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়