মাগুরা জেলায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক । মাগুরা || বিএমএফ টেলিভিশন
মাগুরা জেলায় ‘বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’-এর ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন পেয়েছে।ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক এর দিকনির্দেশনায় গঠিত এই কমিটি মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা, আইনগত সহায়তা, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে কাজ করবে।
সংগঠনের উদ্দেশ্য
‘বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’ একটি আন্তর্জাতিক, সেবামূলক ও অরাজনৈতিক মানবিক সংগঠন, যা জাতিসংঘের মানবাধিকার সনদ (UDHR) অনুসারে কাজ করে যাচ্ছে।
সংগঠনটি দেশে মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
মাগুরা জেলা কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ইউনুস জোয়াদ্দার । সভাপতি হিসেবে সালমা খাতুন ও সাধারণ সম্পাদক হিসেবে মো: আব্বাস আলী দায়িত্বপ্রাপ্ত হয়েছেন । এছাড়া সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে তন্নী আক্তার , মোঃ মেহেদী হাসান , মোঃ সিরাজুল ইসলাম ও মো: জালাল । যুগ্ন সম্পাদক হিসেবে সাথী খাতুন , সিরাজুল ইসলাম ও রিতা রানী দায়িত্ব পেয়েছেন । এছাড়া বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমানত আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ।মোঃ রকিবুল ইসলাম, মোঃ হাসান , মোঃ মহাসিন ও মো: শাহিন যথাক্রমে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ।প্রচার সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন মো: সাগর হোসেন ।এছাড়া মো: হুসাইন , মিশুক পারভেজ , মোঃ জাহাঙ্গীর হোসেন ও সামসুর রহমান সহ-প্রচার সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন । নারী ও শিশু সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন বর্ণালী রানী । সহ নারী ও শিশু সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন নীপা খাতুন , যমুনা খাতুন পারভীনা ও চায়না । এছাড়া সাবিনা ইয়াসমিনকে ১ নং সদস্য সচিব করে ৮ জনকে সদস্য সচিব ও ১১ জনকে সদস্য করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এবং আরও বেশ কয়েকজন সমাজসেবক ও মানবাধিকার কর্মী সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন।
মোট ৪৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে নারী, তরুণ এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় কো-অর্ডিনেটরের বক্তব্য-
কমিটি অনুমোদন প্রসঙ্গে কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান বলেন, মাগুরা জেলা কমিটি অনুমোদনের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে মানবাধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করেছি।
সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
অনুমোদনপত্রের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার (মাগুরা), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় থানাগুলোর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
‘বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’-এর মাগুরা জেলা শাখা নবগঠিত এই কমিটির মাধ্যমে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব।