আটপাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
মোঃ আশিক মিয়া, আটপাড়া উপজেলা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
নেত্রকোণার আটপাড়া উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণার আটপাড়া উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়ম মেনে চলাই একমাত্র উপায়। যানবাহনের চালক, যাত্রী ও পথচারী— সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। হেলমেট ব্যবহারে অবহেলা বা অতিরিক্ত গতিতে যানবাহন চালানো শুধু নিজের নয়, অন্যের জীবনকেও ঝুঁকিতে ফেলে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান বলেন,
“সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকলের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং নিরাপদ গতি বজায় রাখা— এগুলোই দুর্ঘটনা কমানোর কার্যকর উপায়।”
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে প্রচারপত্র বিতরণ করা হয় এবং সচেতনতামূলক শপথ পাঠের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচির মধ্য দিয়ে আটপাড়ায় দিনটি উদযাপিত হয় উৎসবমুখর পরিবেশে।