জাতীয়তাবাদী রাজনীতির মেধাবী ও পরীক্ষিত নারীনেত্রী সুলতানা রাজিয়া শাওন

‎মো আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৪, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে  সুলতানা রাজিয়া শাওন এক নির্ভীক, ত্যাগী ও আপোষহীন নাম। চার দশকের বেশি সময় ধরে তিনি রাজপথে লড়েছেন দলের পক্ষে, আদর্শের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে।
 

‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে  সুলতানা রাজিয়া শাওন এক নির্ভীক, ত্যাগী ও আপোষহীন নাম। চার দশকের বেশি সময় ধরে তিনি রাজপথে লড়েছেন দলের পক্ষে, আদর্শের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে।

‎রাজনীতি তাঁর কাছে কেবল পেশা নয়, এক অদম্য প্রতিশ্রুতির নাম। “বিএনপি-ই আমার জীবন, বিএনপি-ই আমার মরণ”এই উচ্চারণ যেন তাঁর জীবনের মূলমন্ত্র।

‎সুলতানা রাজিয়া শাওন, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৈলং গ্রামের আহমেদ উদ্দিন তালুকদারের সুযোগ্য কন্যা। 

‎সুলতানা রাজিয়া শাওন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একজন সাহসী, মেধাবী ও পরীক্ষিত  ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী ।
‎ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে বি এন পির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালে তিনি ছিলেন ছাত্রদলের রাজনীতিতে তার হাতে খড়ি ।

‎দলের দুর্দিনে তিনি রাজপথে থেকে নির্ভীকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। ১/১১-এর কঠিন সময়েও তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাশে দৃঢ়ভাবে ছিলেন।


‎ তিনি  জাতীয় বিশ্ববিদ্যালয়বি থেকে.এ (অনার্স), এম.এ (দর্শন) , নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) থেকে এল.এল.বি ও ডিপ্লোমা ইন ল,  এবং লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি  (যুক্তরাজ্য) থেকে এল.এল.বি করেন।

‎রাজনৈতিক দায়িত্ব:

‎তিনি সাবেক যুগ্ন আহবায়ক ইডেন কলেজ ছাত্রদল,  সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি,  সাবেক যুগ্ম আহ্বায়ক, নেত্রকোনা জেলা বিএনপি।

‎বর্তমানে,  কেন্দ্রীয় মহিলা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত।
‎ 
‎সুলতানা রাজিয়া শাওন উনার রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলেন, দলের আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করা, নেত্রকোনা–৩ আসনের জনগণের অধিকার রক্ষা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা।
‎তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত রাজনীতিতে আমার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
‎এলাকার জনগণের পাশে থেকে সত্যিকারের সেবামূলক রাজনীতি গড়ে তোলাই আমার প্রতিশ্রুতি।”

‎এছাড়াও সুলতানা রাজিয়া শাওন এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া ও মানবাধিকার কাজের সঙ্গে জড়িত থাকেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়