আটপাড়ায় স্বাবলম্বী হতে ভূমিকা পালন করছে রুপসী বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ

আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪১, বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনার আটপাড়ায় ক্ষুদ্র বাবসায়ীদের স্বাবলম্বী করার ভূমিকা পালন করছে রুপসী বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।

নেত্রকোনার আটপাড়ায় ক্ষুদ্র বাবসায়ীদের স্বাবলম্বী করার ভূমিকা পালন করছে রুপসী বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।

২০১৭ ইং সালে সমবায় থেকে রেজিষ্ট্রেশন নিয়ে গড়া এই সমিতি সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক  সংগঠন, অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমানে ২৫০ জন সদস্য নিয়ে কাজ করছে সংগঠনটি।এবং প্রায় ২০০জন সদস্যের মাঝে ১০হাজার হতে ১লক্ষ টাকা পর্যন্ত ঋন সহায়তা দেওয়া হয়েছে  এই সমিতি হতে। ঋণগ্রহীতারা কোন প্রকার সঞ্চয় বা জামানত ছাড়াই আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার হচ্ছেন। বিশেষ করে ক্ষদ্র ব্যবসায়ী ও 

উদ্যোক্তাগণ।আর এই সমিতির সভাপতির  দায়িত্ব পালন করছেন সমাজসেবক মো নজরুল ইসলাম। ৭জন মাঠ কর্মী কাজ করছেন সময়মত ঋণের কিস্তি উত্তলনে। উপজেলার বানিয়াজান গ্রামে ব্রাক অফিস সংলগ্ন এই সমিতির কার্যালয় অবস্হিত। বিশাল  এলাকা এবং নিজস্ব ঘর নির্মান করে সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

এলাকা ঘুরে সমিতির সদস্যদের সাথে কথা বললে তারা আমাদের প্রতিবেদককে জানান, কম লাভে ঋণ পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। ঋণের কিস্তি পরিশোধ করতে আমাদের কোন প্রকার বেগ পেতে হয় না। ফলে আমরা নিজেরা ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছি। সমিতির সদস্যদের মাঝে শুধু ঋণ বিতরনই  নয় এ ছাড়াও এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তার হাতও বাড়িয়ে দিচ্ছে এই সমিতি। সমিতির কার্যক্রম জানতে সমিতির কার্যালয়ে গেলে সমিতির সভাপতি মো নজরুল ইসলাম জানান, সদস্যদের আর্থিক সহায়তা প্রদান, সঞ্চয়ীমনা হিসেবে গড়ে তুলতে, এবং ব্যবসার প্রসারে সাহায্য, বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণে সাহায্য করা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সমিতির উদ্যেশ্য।  তিনি আরো বলেন, সমিতির সদস্যদের ব্যবসার সম্প্রসারণ ও উন্নয়নে আর্থিক সহায়তা, সদস্যদের ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব ও দারিদ্র্যতা দুর করতে  আমরা কাজ করছি।

সমিতির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বাবু কংকন চৌধুরী   জানান, সমিতির সদস্যদের জন্য বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়