নেত্রকোনা -৩ বি এন পির মনোনয়ন প্রত্যাশী সোহাগ তারেক রহমানের ৩১ দফা পৌছে দিচ্ছেন

আশিক মিয়া, আটপাড়া -নেত্রকোনা || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪২, মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনা -৩ (কেন্দুয়া -আটপাড়া) নির্বাচনী এলাকার বি এন পির মনোনয়ন প্রত্যাশী ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দিচ্ছেন জনগনের মাঝে। পাশাপাশি তিনি তাঁর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বেশ জোরে সুরেই আটপাড়া উপজেলার গর্ব , এলাকার সর্বজন প্রিয়  ডি জেড এম হাসান বিন শফিক সোহাগের প্রচারনায় ই কোন জনদুর্ভোগ নেই কোন কোলাহল, যেভাবে তারেক রহমান বলছেন সেভাবেই প্রচারণা করছেন। তারেক রহমানের আদর্শের এক সাহসী সৈনিক, নির্বাচনীর  অলিগলি চেনা এই নেতা মানুষের  ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা বার্তা পৌঁছে  দিচ্ছেন।

নেত্রকোনা -৩ (কেন্দুয়া -আটপাড়া) নির্বাচনী এলাকার বি এন পির মনোনয়ন প্রত্যাশী ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দিচ্ছেন জনগনের মাঝে। পাশাপাশি তিনি তাঁর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বেশ জোরে সুরেই আটপাড়া উপজেলার গর্ব , এলাকার সর্বজন প্রিয়  ডি জেড এম হাসান বিন শফিক সোহাগের প্রচারনায় ই কোন জনদুর্ভোগ নেই কোন কোলাহল, যেভাবে তারেক রহমান বলছেন সেভাবেই প্রচারণা করছেন। তারেক রহমানের আদর্শের এক সাহসী সৈনিক, নির্বাচনীর  অলিগলি চেনা এই নেতা মানুষের  ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা বার্তা পৌঁছে  দিচ্ছেন।

ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে সকল গ্রুপিংয়ের উর্ধ্বে থেকে তিনি চেষ্টা করে চলেছেন দলের ভিতর ঐক্য ধরে রাখতে। নির্অহংকারী  এই নেতা তার রাজনৈতিক যোগ্যতায় জেলা বি এন পির সাবেক যগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতির দায়িত্বে আছেন। এছাড়াও তিনি পরিবহন মালিক সমিতি ঢাকা বাস স্ট্যান্ড এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কালে ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ জানান,বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার প্রত্যন্ত অঞ্চলে বার্তা পৌছে দিতে কাজ করছি। তিনি আরো বলেন,দলের ঐক্য ধরে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দলে ঐক্যের কোন বিকল্প নেই। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়