২নং শুনই ইউনিয়ন পরিষদে ৫ কেজি চাল, ডাল ও তেল বিতরণ — সাধারণ মানুষের মুখে হাসি
মো:আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়েছে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ডাল ও তেল বিতরণ করা হয়।
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়েছে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ডাল ও তেল বিতরণ করা হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই খাদ্যসামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়, যাতে সাধারণ মানুষ স্বল্প টাকায় প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহ করতে পারে। সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে শুরু হওয়া বিতরণ কার্যক্রমে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধি, স্থানীয় নেতা বৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা বলেন, সরকার দরিদ্র মানুষের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে, যাতে সবাই ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পেতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, অল্প টাকায় চাল, ডাল ও তেল পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। একাধিক নারী-পুরুষ জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এমন সহায়তা তাঁদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।
ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, এ কর্মসূচি চলমান থাকবে এবং পর্যায়ক্রমে আরও পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।