ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রস্তুতি
ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি ও নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে নবীন সদস্যদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে ক্যাম্পাসে এসেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জহির রায়হান বলেন, “গত চারটি নির্বাচন আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে, যা ভবিষ্যতের জন্য গুরুত্ব বহন করছে। শিক্ষার্থীদের সঙ্গে খুব অল্প সময় কাজ করার সুযোগ পেয়েছি, তবুও তাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি—আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, “শিবিরের প্রার্থীরা দীর্ঘদিন ধরে হলে অবস্থান করছে, ফলে তাদের প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা এত বছর হলে থাকতে পারেননি, তাই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগও তুলনামূলকভাবে কম হয়েছে। নির্বাচনে কেবল দল নয়, প্রার্থী ব্যক্তির গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি অভিযোগ করে বলেন, “হলগুলো এখনো পরোক্ষভাবে শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে; তাদের অঘোষিত কমিটিও সক্রিয়। আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় থাকতে পারিনি। এমনকি ডাকসু নির্বাচনের ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে, সে বিষয়েও কোনো স্বচ্ছতা ছিল না। নীলক্ষেতের মতো জায়গায় ব্যালট ছাপানো নিঃসন্দেহে নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত।”
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, “যেহেতু তারা নিজেদের ইসলামী সংগঠন দাবি করে, সেহেতু ইসলামের সব নিয়ম মেনে চলাই উচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) প্রকাশ্যে যুদ্ধ করেছেন, প্রকাশ্যে মক্কা বিজয় করেছেন—কিন্তু তারা সবকিছু গোপনে করতে অভ্যস্ত।”