মোদিকে নিয়ে দ্বিতীয়বার একই দাবি ট্রাম্পের, দিলেন হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন
ট্রাম্প আবার দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদি তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। সোমবার (২০ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ট্রাম্প আবার দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদি তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। সোমবার (২০ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তিনি আর রাশিয়া থেকে তেল কিনবেন না।"
সাংবাদিকরা যখন মোদি-ট্রাম্পের মধ্যে আলোচনার কথা ভারত সরকারের পক্ষ থেকে অস্বীকার করার বিষয়টি তুলে ধরেন, তখন ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "ওরা যদি এই কথা বলে, তাহলে তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য বিপুল পরিমাণ শুল্ক দেবে। কিন্তু ওরা এই বিপুল শুল্ক দিতে চায় না।"
এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প প্রকাশ্যে দাবি করলেন যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মোদি তাঁকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে স্পষ্ট জানিয়েছিলেন, মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনে কোনো কথা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েও বলেছে, ভারত তেল কেনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিজের জাতীয় স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতেও নেবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি নতুন করে কূটনৈতিক বিতর্ক সৃষ্টি করল।