ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ, সাড়ে ৫ লাখ আনসার

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১৬, সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও পুলিশের দেড় লাখ সদস্য এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও পুলিশের দেড় লাখ সদস্য এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

আজ (২০ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে ইসি সচিব এসব তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘নানা জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে। ভোটের পরিবেশ আছে কি? এ প্রসঙ্গে সচিব বলেন, সভায় আগুন লাগার বিষয়ে আলোচনা হয়নি। '

লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, লুট হওয়া ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি কাজ চলমান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়