কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ীতে সাংবাদিকের উপর হা ম লা

আজিজুল ইসলাম || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪১, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

 লালন মেলায় মাদক কারবারি সিন্ডিকেটের লোকজনের হামলা ও মারপিটে সাংবাদিক রাজু আহমেদ আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে এ ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদক কারবারি বেধড়ক মারধর করে।

এতে আহত হন সাংবাদিক রাজু আহমেদ। তাকে উদ্ধার 
করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সাংবাদিক রাজু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রাজু আহমেদ অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

আহত রাজু আহমেদ বলেন, লালন মেলায় ৩০০টি গাজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক বিক্রি ও মাদক সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রাজু আহমেদ আরও বলেন, গত এক সপ্তাহ আগে থেকে শতশত গাজা কারবারি গাজার দোকান বসিয়েছে। সেখানে অবাধে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে।

সোমবার দুপুরে ডিসি অফিসের এক মিটিংয়ে ডিসির সামনে মাদক ব্যবসার বিষয়টি তুলে ধরেছিলাম। একইসঙ্গে মাদক ব্যবসায়ীদের কারণে লালন মেলার অনিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয়গুলো ডিসি বরাবর তুলে ধরেছিলাম। আজ লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন,  সাংবাদিক রাজু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিল। এমন সময় মঞ্চের পাশে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে৷ এতে আহত হয়েছেন সে। লালন মেলায় শতশত গাজার দোকান বসেছে। মাদক কারবারিদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকিধামকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না।

মাদক সিন্ডিকেটের মাফিয়ারা সাংবাদিক রাজুর ওপর হামলা ও মারপিট করে আহত করেছে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে লালন মেলা গাজা মুক্ত করা হোক।সাংবাদিক রাজুর উপরে হামলা : নিরাপত্তাজনিত কারণে লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ না করার সিদ্ধান্ত  নিয়েছে কুষ্টিয়া প্রেসক্লাব।

 

 

 

 

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়