বাস উল্টে ব্রাজিলে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৫, রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।

দেশের ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার কিছু আগে রাতের আঁধারে ভ্রমণের সময় এই দুর্ঘটনা ঘটে। শনিবার রাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে আঘাত করে উল্টে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

পুলিশের তথ্যমতে, বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। চালক হালকা আঘাত পেলেও, আহতদের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করেনি পুলিশ। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসেছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়