ইবির আল-ফিকহ বিভাগে যৌন হয়রানি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪৪, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে “নৈতিক অবক্ষয়-ই শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির একমাত্র কারণ” শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে “নৈতিক অবক্ষয়-ই শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির একমাত্র কারণ” শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিভাগের ২০২২-২৩ সেশন মাস্টার্স শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলতাফ হোসেন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের যুক্তি ও প্রমাণভিত্তিক আলোচনায় দক্ষ করে তোলা এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।”

পক্ষ দল যুক্তি দেয় যে নৈতিক অবক্ষয়ই মূলত যৌন হয়রানির একমাত্র কারণ, অন্যদিকে বিপক্ষ দল সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও আইন প্রয়োগের ঘাটতিসহ নানা বিষয়কেও দায়ী করে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়