লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইন।

মুর্শিদ আলম মুরাদ, লালমনিরহাট প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪১, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

আজ বুধবার ভোররাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর বামনদল সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে ভারত। বুড়িমারী সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের নিকট দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় ৯৮ বিএসএফের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান থেকে  তাদের আটক করে।

আজ বুধবার ভোররাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর বামনদল সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে ভারত। বুড়িমারী সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের নিকট দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় ৯৮ বিএসএফের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান থেকে  তাদের আটক করে।

 আটককৃতরা হলেন মৃত ইমান আলী বিশ্বাস এর পুত্র মোঃ মোশারফ হোসেন (৫০), এবং মোশারফ হোসেনের পুত্র মোঃ রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মোঃ সজিব আলী (১৬) ও মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম (৪০), মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০) মোহাম্মদ রাব্বির স্ত্রী মোছাঃ বর্ষা (২২) ও রাব্বির শিশু সন্তান মোছাঃ জয়া (০৩)। এরা সকলেই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিল। আটককৃতদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতরা পাটগ্রাম থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়