কুষ্টিয়া অভিনব কৌশলে পুলিশ পরিচয়ে তৎপর ছিনতাই চক্র

আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:১৪, শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

দিনের আলোয়, খোলা আকাশের নিচে,মুক্ত ভাবে অভিনব কৌশলে ছিনিয়ে নিচ্ছে টাকা,পয়সা,সোনাদানা,অটো গাড়ি ও অটো ভ্যান।

দিনের আলোয়, খোলা আকাশের নিচে,মুক্ত ভাবে অভিনব কৌশলে ছিনিয়ে নিচ্ছে টাকা,পয়সা,সোনাদানা,অটো গাড়ি ও অটো ভ্যান।


এমন একটি ঘটনা, কিস্তি তুলে ইজিবাইক কিনে কোন রকম সংসারের হাল ধরেছিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামের আকতার হোসেন। প্রতিদিনের মত গত শুক্রবার (৮ আগস্ট)  ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন তিনি, কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন মধুপুর এলাকা থেকে পুলিশ পরিচয়ে তার ইজিবাইকে উঠে ছিনতাই চক্রের এক সদস্য। এরপর তাকে ভাড়া করে নিয়ে যান একই থানাধীন শান্তিডাঙ্গা এলাকায়। সেখানে আসেন ছিনতাই চক্রের আরেক সদস্য এরপর নিমিষেই পলিশের পরিচয়ে অভিনব কৌশলে ইজিবাইক ছিনতাই করে নেন।

একই ভাবে ইবি থানার  বিত্তিপাড়া বাজার এলাকা থেকে গত ১৭ জুলাই পুলিশ পরিচয়ে ইজিবাইকে উঠে শান্তিডাঙ্গা এলাকায় এসে আমির ইসলাম নামের এক ব্যক্তির ইজিবাইক ছিনতাই করে ছিনতাই চক্রটি। একজন ইজিবাইক ভাড়া করলেও তিনজন মিলে ইজিবাইকটি ছিনতাই করেন বলে জানান ভুক্তভোগী। ইবি  থানা এলাকায় এমন ঘটনা এখন যেন নিত্যদিনের। শুধু ইজিবাইক নয় একই কায়দায় ভ্যান ছিনতাইয়ের ঘটনা রয়েছে একাধিক। 

বিত্তিপাড়া বাজার বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী আব্দুল্লাহ কাজির মিষ্টির দোকান থেকে  রেশনের  চিনি বিক্রি করার কথা বলে ইবি থানার পুলিশ পরিচয় দিয়ে ৪০,০০০ হাজার টাকা হাতিয়ে নেই। এ ব্যাপারে আব্দুল্লাহ কাজী থানা পুলিশকে অবহিত করলে আজ অবধি কোন সূরা হয়নি। 
আব্দুল্লাহ কাজী জানান দোকানে এসে ইবি থানা পুলিশের পরিচয় দিয়ে রেশমের চিনি বিক্রি করবে এই মর্মে তার কাছ থেকে টাকা গ্রহণ করেন।

বিগত এক বছরে এমন প্রায় অর্ধশতাধিক ঘটনা ঘটেছে। যার মধ্যে শৈলকুপা, গাড়াগঞ্জ ও শেখপাড়া এলাকা থেকে বেশিরভাগ ইজিবাইক ও ভ্যান ভাড়া করে এনে ইবি থানা এলাকার নির্জন যায়গা থেকে ছিনতাই করা হয়েছে। 

এছাড়া পুলিশ পরিচয়ে ইবি এলাকার বাসতবাড়ি ও মহাসড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। সম্প্রতি থানার মধুপুর এলাকায় এক বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। মহাসড়কে মোটরসাইকেল আরোহীকে থামিয়ে পুলিশ পরিচয়ে ছিনতায়ের ঘটনা রয়েছে। 


তবে প্রতিনিয়ত এমন ঘটনার পরেও এই চক্রকে শনাক্ত করতে ব্যর্থ পুলিশ। এসব ঘটনায় ইবি থানা ও শৈলকুপা থানায় বিভিন্ন সময় একাধিক অভিযোগ করে ভুক্তভোগীরা। তবে কোন আশার মুখ দেখেনি তারা। এতে করে পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলছে জনসাধারণ । তাই বেশিরভাগ ঘটনায় থানায়  অভিযোগ পর্যন্ত করেনি ভুক্তভোগীরা বলে জানা যায়। 
সচেতন মহল মনে করেন, বরাবর একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলেও পুলিশের ব্যর্থতায় অপরাধীদের শক্তি যোগাচ্ছে। দ্রুত এ চক্রকে শনাক্ত করে বিচারের আওতায় আনা সম্ভব না হলে, এধরণের কর্মকাণ্ড বাড়তে থাকবে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

প্রতিনিয়ত একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্ক বিরাজ করছে ইজিবাইক ও ভ্যান চালকদের মাঝে। তারা বলছেন, আতঙ্কে সময় কাটছে তাদের। প্রায় এমন ঘটনা ঘটে। দ্রুত এ চক্রকে শনাক্ত করে নিরাপদ পরিবেশ সৃষ্টি করার দাবি তাদের।

এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মামুনুর রশীদ বলেন, পূর্বের ঘটনা আমার জানা নেই। আমি নতুন এসেছি। অপরাধীরা বিভিন্ন পরিচয়ে অপরাধ করে থাকে। আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়